চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রাকে তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের লালাপাড়া থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, চেকপোস্টে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান চালক ও তার সহকারী। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।