দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। গাজীপুর, বরিশাল, গোপালগঞ্জ ও দিনাজপুরে এসব দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
গাজীপুর : গতকাল রাতে গাজীপুরে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিত হতাহতদের পরিচয় জানা যায়নি।
বরিশাল : গৌরনদীতে গতকাল মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রশিদ খান (৬০)।
গোপালগঞ্জ : গতকাল সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুরে বাসচাপায় মণিমোহন বিশ্বাস (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিয়াশা নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাতে বোচাগঞ্জ উপজেলার জালগাঁও মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিয়াসা (৫) উপজেলার টেনা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।