বগুড়ার দুপচাঁচিয়া থানার জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম আদালত থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা কারাগারে পাঠানোর আগে সোমবার বিকালে কৌশলে পালিয়ে যান তিনি। তার হাতে পরানো হ্যান্ডকাপও কৌশলে খুলে রেখে গেছেন। আদালতের কর্মকর্তারা জানান, রফিকুল লিফটে না উঠে সিঁড়ি দিয়ে কৌশলে ভিড়ের মধ্যে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়।