অনিয়ম ও দুর্নীতি এবং রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গতকাল ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাত দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদন্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। দন্ডপ্রাপ্তরা হলো- রতন, মিলন, হারুন, সজীব, স্বপন, মাসুদ ও আকরাম হোসেন।