পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ একটি মাছ ধরা ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে সাগরমোহনায় খাপড়াভাঙ্গা নদী থেকে ট্রলিং বোটসহ জেলেদের আটক করা হয়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
নিজামপুর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর এবং কুয়াকাটা নৌপুলিশের একটি যৌথ দল সাগরমোহনায় খাপড়াভাঙ্গা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করা হয়। তাদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।