সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এ সংবাদে আমরণ অনশন ভেঙে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে সরকারকে ধন্যবাদ জানান তারা। শিক্ষার্থী মাইশা, মেরাজ ও রায়হান জানান, গত ২৬ জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে। রাস্তায় অবরোধ করে ক্লাস, নাটক, নবীনবরণ, রেলপথ, যমুনা সেতু ব্লকেড করা হয়েছে। সবশেষ টানা ২৬ ঘণ্টা আমরণ অনশনের ফল এ ডিপিপি পেয়েছি। আমরা আশা করছি, দ্রুত প্রকল্পের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সুমন কান্তি বড়ুয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডিপিপি অনুমোদন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুখবর। এতে শিক্ষার পরিবেশ ফিরে আসবে। শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ক্যাম্পাসে পড়াশোনা করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সাল থেকে ভাড়া ভবনে শুরু হয় শিক্ষাকার্যক্রম। ওই সময় থেকে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন। এই ৯ বছরে ৮ বার ডিপিপি পরিবর্তন করা হয়েছে। সবশেষে পরিবেশের দোহাই দিয়ে ডিপিপি আটকে দেওয়া হয়। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দাবির প্রতি সংহতি জানায়।