বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক রাব্বির সঞ্চালনায় বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুন উর-রশিদ সুজন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়র গর্কি প্রমুখ।