কক্সবাজার সমুদ্রসৈকত, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ও কুষ্টিয়ায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কক্সবাজার : সমুদ্রসৈকতে গোসলে নেমে সামির (২৩) নামের এক যুবক মারা গেছেন। গতকাল দুপুর ১২টার দিকে শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। সামিরের বন্ধুরা জানান, গোসলে নেমে সামির ঢেউয়ে ভেসে যান। সেখানে লাইফগার্ডের সদস্যরা ছিলেন না। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে কূলের কাছে এলে তারা সামিরকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার এসআই সুষ্ময় দাশ বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। লাশ মর্গে রাখা আছে। তিন বন্ধু ঘটনার বিষয়ে জানান।
সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে এসে পানিতে ডুবে মাসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেট শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে। কুষ্টিয়া : ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামে মো. আইমান (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আইমান ওই গ্রামের আবদুল মমিনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্লে শ্রেণির শিক্ষার্থী।