নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বুধবার রাতে তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), সেলিম খান (৬০) এবং মাজহারুল ইসলাম সোহেল (৩৫)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তার দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।