যশোর, ময়মনসিংহ ও গাজীপুরে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
যশোর : কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামে তারেক সরদার (২৫) নামে এক যুবকের লাশ বুড়িভদ্রা নদীর পাড়ে ওল খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রী রিমা খাতুন জানান, বুধবার বিকালে তারেক বাড়ি থেকে বের হয়েছিলেন।
ময়মনসিংহ : ত্রিশালের কালীর বাজার এলাকা থেকে রতন চন্দ্র সাহা (২৬) নামে এক পোশাক শ্রমিকের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ওসি মনসুর আহাম্মদ জানান, তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। এটি হত্যা না অন্য কিছু, ময়নাতদন্তের পর জানা যাবে।
গাজীপুর : শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় নিখোঁজ কলেজ শিক্ষার্থী লামিয়া আক্তারের (১৭) লাশ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করা হয়।