নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ৫৭০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এসব শিক্ষার্থীর মধ্যে ৩৭ লাখ টাকা বিতরণ করা হবে। গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ৭০ জনের মধ্যে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭১, উচ্চমাধ্যমিকের ৯১ এবং মাধ্যমিক পর্যায়ের ৩০৮ মেধাবী রয়েছেন।