ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। ঢাকা-বেনাপোল রেললাইনের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।