দিনাজপুরের চিরিরবন্দরে মাহামুদা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বড় হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ময়নুল হকের স্ত্রী। মাহামুদা বেগম শাশুড়িসহ বাড়িতে আর ময়নুল চাকরির সুবাদে বাইরে থাকতেন। সোমবার বিকালে প্রতিবেশীরা মাহমুদাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিরিরবন্দর থানার ওসি আবদুল ওয়াদুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।