তৃপ্তির সঙ্গে পোলাও, মাংস, ডিম দিয়ে দুপুরের আহার করলেন রিকশাচালক হাসান মিয়া। পাশে বসেই শ্রমজীবী হায়দার আলীও একই খাবার খেলেন। শুধু হাসান মিয়া বা হায়দার আলীই নন, এমন ৩ শতাধিক শ্রমজীবী, দরিদ্র, ছিন্নমূল মানুষের মুখে উন্নত মানের খাবার তুলে দিল যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। আর গতকাল এ আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো ‘আইডিয়া ফ্রাইডে মিল’র ২০০তম সপ্তাহ। প্রায় চার বছর আগে শুরু হওয়া এ মানবিক প্রকল্পটি অব্যাহত রেখে আইডিয়া ফ্রাইডে মিল পার করল ডাবল সেঞ্চুরির মাইলফলক।
‘আইডিয়া ফ্রাইডে মিল’র ২০০তম সপ্তাহে যশোরের খড়কীতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে গতকাল জুমা’র নামাজের আগে ও পরে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। বিশেষ এ আয়োজনে মেন্যুতে ছিল পোলাও, মাংস, ডিম, সালাদ ও ডাল।
আইডিয়ার স্বেচ্ছাসেবীরা দাওয়াত করে এনেছিলেন এ শ্রমজীবী, মেহনতী মানুষদের। সঙ্গে ছিল পথশিশু, এতিম শিশু এবং বিভিন্ন বাসাবাড়ি ও মেসের গৃহকর্মীরা। সমাজের বঞ্চিত এ মানুষদের বসিয়ে স্বেচ্ছাসেবকরা নিজেদের রান্না করা খাবার যত্ন ও সম্মানের সঙ্গে পরিবেশন করেন।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ‘২০২১ সালে শুরু করা এ উদ্যোগ একাধারে ২০০তম সপ্তাহ অতিক্রম করেছে।’
২০০তম ফ্রাইডে মিল এ আয়োজনের সমন্বয়ক তানজিয়া জাহান মমতাজ বলেন, ‘অনেক শুভাকাক্সক্ষী তাদের প্রিয়জনের জন্মদিন, মিলাদ বা বিশেষ উপলক্ষের ভালো কাজ হিসেবেও এখানে যুক্ত হন।’