দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বরিশাল : উজিরপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জামায়াতে ইসলামীর নেতা আবু তালেব শহীদ (৫৫) নিহত হয়েছেন। গতকাল দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের বাসিন্দা। তিনি বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্মপরিষদের সদস্য। কুড়িগ্রাম : উলিপুরে বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।
মাদারীপুর : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে গতকাল যাত্রীবাহী বাসের ধাক্কায় মমিনউদ্দীন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।