সামান্য বৃষ্টিতেই পানি জমে স্কুলমাঠে। আঙিনায় পানি জমে থাকায় শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পাঠদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিন দিন প্রকট হচ্ছে এ সমস্যা। এমন অবস্থা মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। দ্রুত পানি নিষ্কাশনের জোর দাবি জানানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, পানি নিষ্কাশনের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে পানি জমে যায়। স্কুলে আসা-যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন শিক্ষক-শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী উপস্থিতিও অনেকটা কমে গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিবালয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান বলেন, জলাবদ্ধতার বিষয়টি তাকে আগে কেউ জানায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের আঙিনা কাদাপানিতে একাকার। স্থানীয় মোকলেছুর রহমান বলেন, প্রতিদিন পানি মাড়িয়ে স্কুলে আসা-যাওয়া করে শিশুরা অসুস্থ হচ্ছে। মাঠে পানি জমে থাকায় ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারছে না। জানা যায়, ১৯৯৫ সালে নিহালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থী সংখ্যা ৮৫ জন। শিক্ষক রয়েছেন পাঁচজন।
বিদ্যালয় আঙিনার পরিবেশ ভালো না হলে আগামীতে শিক্ষার্থী আরও কমার আশঙ্কা করছেন স্থানীয়রা।