সিলেটের তাপমাত্রা আজ অস্বস্তিকর উচ্চতায় পৌঁছেছে, যেন শহরটা আগুনের চুল্লিতে পরিণত হয়েছে। সূর্যের তীব্র ঝলসে গোটা নগরী যেন নিশ্বাস নিতে পারছে না। দুপুরের সূর্য সরাসরি মাথার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে, আর পিচঢালা রাস্তার গরম যেন পায়ের তলাও পুড়িয়ে দিচ্ছে। এই দাবদাহে নিস্তব্ধ হয়ে পড়েছে শহরের ব্যস্ত রাস্তাগুলো, মানুষ ঘর থেকে বের হতে চাইছে না, শুধু হাতে গোনা কিছু দিনমজুর ও রিকশাচালকই প্রতিকূলতার মুখে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
শহরের জিন্দবাজার এলাকার রিকশাচালক মাহমুদ জানালেন, “ আজ সকাল থেকেই তীব্র রোদ। এতো গরমে রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। গরমের শীতে শরীর ফেটে যাচ্ছে আর আয় তো আগের মতো নেই। বৃষ্টি হলে একটু ভালো লাগতো, না হলে এভাবে চলতে থাকলে বাঁচার উপায় নেই।”
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, “গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, তবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা ৪৮ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে।”
দিন মজুররা গরম আর রোদে পুড়ে নিঃস্ব হয়ে পড়ছে, যাদের আয় প্রতিদিনের লড়াইয়ের উপর নির্ভরশীল। শহরের নিস্তব্ধ রাস্তাগুলো এখন তাদের সংগ্রামের সাক্ষী, যেখানে এক একটা রিকশার পেছনে জীবন আর জীবিকার টানাপোড়েন লেগে আছে। গরমের দাপটে শহর যেন স্থবির, মানুষের চলাচল কমে গেছে, প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসতে চাইছে না। এভাবেই গ্রীষ্মের তীব্রতায় নিভে যাচ্ছে সিলেটের প্রাণ, যখন অনেকের জীবনমান এক দমে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত