অষ্টম শ্রেণিতে পড়ুয়া মারমা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে ফের আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র উক্যেনু মারমা গতকাল এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন। উক্যেনু মারমা বলেন, ‘ঘটনায় জড়িত বাকি দুজনকে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আপাতত আমরা আসন্ন দুর্গাপূজার জন্য কোনো কর্মসূচি দিচ্ছি না। দাবি বাস্তবায়ন না হলে দুর্গাপূজার পর আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।’ এর আগে, জুম্ম ছাত্র-জনতা উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গি স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।