দিনাজপুরের ফুলবাড়ী ও চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাফ্ফর হোসেন (৫৫) নামে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকচকা গ্রামে এ ঘটনা ঘটে। মোজাফ্ফর ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয়দের বরাতে ফুলবাড়ী থানার ওসি খন্দকার মুহিব্বুল জানান, প্রতিবেশীর বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মোজাফ্ফর। স্থানীয়রা তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমজাদ হোসেন (২২) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসক কামরুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।