নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদে মুসল্লিদের সরিয়ে সামনের কাতারে বসা নিয়ে মাদরাসা শিক্ষার্থী ও মুসল্লিদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে হামলা ও পিস্তল উঁচিয়ে হৃমকি দেওয়ার অভিযোগ উঠেছে হারুন উর রশিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে মিজানুর রহমান নামে ১ শিক্ষার্থী আহত হয়। গতকাল ফজরের নামাজের পর উপজেলার বাড়িয়াছনি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন উর রশিদ বলেন, ভোরে তারা ব্লক করে সামনের কাতারে দাঁড়ায়। এতে আমি অপমানিত হই। শিক্ষার্থীদের ভয় দেখাতে লাইসেন্স করা পিস্তল নিয়ে যাই, কিন্তু কাউকে মারিনি। ওসি তরিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযোগ না পাওয়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।