ফরিদপুরে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্যা (৫৭) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামির জমিজমা বিক্রি করে এ টাকা কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন গতকাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত নুরুদ্দিন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে একা ছিল। তখন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে প্রতিবেশী নুরুদ্দিন মোল্যা। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে এবং অসুস্থ অবস্থায় কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা।