জামালপুরের বকশীগঞ্জে নিলাখিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে করা খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল এলাকাবাসীর উদ্যোগে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, যুবদল নেতা সানী মিয়া, রফিকুল ইসলাম, রুবিনা বেগম, পাংখা আলী প্রমুখ। বক্তারা বলেন, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা নিজেদের পছন্দের লোকদের তালিকায় এনেছেন। যারা চেয়ারম্যান ও মেম্বারদের চাহিদামতো টাকা দিতে পেরেছে শুধু তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিডব্লিওবি কর্মসূচিতেও আর্থিক অনিয়ম করা হয়েছে। তাই এ তালিকা বাতিল করে অসহায়, দুস্থ ও চাহিদা সম্পন্ন পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান।