সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তাঁর অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে ১০ বেত্রাঘাত, চড়থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার চরবাটা ইউনিয়নের খাসেরহাট বাজারে এ সালিশ বৈঠক হয়। স্থানীয়দের অভিযোগ, হেলাল উদ্দিন ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্ত হেলাল বলেন, ‘একটা মিথ্যা ঘটনাকে আমার ওপর চাপিয়ে দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহিন মিয়া বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’