নাটোরের সিংড়ায় কবুতরের খামারে অভিযান চালিয়ে আটটি টিয়া উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে পৌর শহরের মাদারীপুর মহল্লায় হুজাইফার কবুতর খামারে অভিযান পরিচালনা করে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় পাখি ব্যবসায়ী পালিয়ে গেলেও আর কোনো দিন খামারে দেশীয় পাখি কেনা-বেচা করবে না মর্মে তার বাবা আবদুল খালেক মুচলেকা দেন। এদিকে উদ্ধার করা পাখিগুলো উপজেলার সংরক্ষিত এলাকায় অবমুক্ত করেন ইউএনও মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বিলের পাখি বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অসাধু পাখি ব্যবসায়ীদের কঠিন শস্তির আওতায় আনা হবে।’