গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা থেকে কচুয়াহাট এলাকার সাঘাটা-গাইবান্ধা সড়কের বেশির ভাগ উন্নয়ন কাজ ফেলে রেখে প্রায় ছয় বছর আগে লাপাত্তা হয়ে যান ঠিকাদার। দীর্ঘদিন ফেলে রাখা সড়কে ইট-খোয়া উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সেখানে ঘটছে দুর্ঘটনা। সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, এখন সড়কটি এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রকল্পের ৭৫-৮০ ভাগ কাজ বাকি রেখে চলে গেছেন। এদিকে বৃষ্টিতে ধসে যাওয়া সড়কটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। প্রতিনিয়ত এ সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারও মানুষ। সরেজমিন দেখা গেছে, সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় ২০১৮-১৯ অর্থবছরে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় বোনারপাড়া জিসি থেকে কচুয়াহাট পর্যন্ত ৬ হাজার ৪০০ মিটার সড়কের প্রশস্তকরণসহ উন্নয়ন কাজের টেন্ডার হয়। সড়কটি প্রশস্তকরণ, সড়কের দুই পাশের আবাদি জমির পানি নিষ্কাশনের জন্য চারটি বক্সকালভার্ট নির্মাণ, চারটি ইউড্রেন ও গাইডওয়াল নির্মাণসহ কার্পেটিংয়ের জন্য ৫ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের কাজ পায় ঢাকার ধানমন্ডির মেসার্স এইচটিবিএল-সিসিসিজেভি নামক এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সালের ১৮ অক্টোবর কাজ শুরু করে ছিলেন ঠিকাদার। ২০২১ সালের জুন মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা ছিল। তবে শুরুর কিছুদিন পরেই কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার। সাঘাটা এলজিইডি কার্যাল সূত্রে জানা যায়, সড়কের উন্নয়ন কাজের ঠিকাদার কাজে নিয়মনীতির কোনো তোয়াক্কাই করতেন না। ওপর থেকে তদবির করে বিল নিতেন। এ কারণে সড়কের এ অবস্থা দাঁড়িয়েছে। ভ্যানচালক মোন্নাফ মিয়া জানান, সড়কের খোয়ার ওপর দিয়ে চলতে মানুষের যেমন কষ্ট হচ্ছে, তেমনই ভ্যানের টায়ার খুব তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন বলেন, সড়কে জনদুর্ভোগ দেখে অনেকবার এলজিইডি অফিসে গিয়ে অবশিষ্ট কাজ করার কথা বলেছি, কিন্তু কাজ হয়নি। এ বিষয়ে ওই ঠিকাদারের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, বেশ কিছুদিন আগে পলাশবাড়ী ও সাঘাটা উপজেলার ছোট ছোট কয়েকটা কাজের একটা প্যাকেজের কন্ট্রাক্ট অনিয়মের অভিযোগে বাতিল ও জরিমানা করা হয়। সেই থেকে ওই সব কাজ বন্ধ আছে। ঠিকাদার প্রতিষ্ঠান জরিমানা মওকুফ ও কন্ট্রাক্ট ফিরে পেতে হাই কোর্টে দৌড়াদৌড়ি করছেন। তিনি বলেন, কোর্টের অনুমোদন পেলে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
শিরোনাম
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের ৫ নেতা স্থায়ী বহিষ্কার
- বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
- এক নামে অনেক রাজনৈতিক দল
- দেশের অর্থনীতি বড় ধাক্কার মুখে
- চূড়ান্ত হলো এশিয়া কাপের সময়সূচি, আয়োজক আমিরাত
- নিখোঁজের একদিন পর নদীতে মিলল শিশুর লাশ
- ফটিকছড়িতে ‘জুলাই আন্দোলনের’ চেতনায় সমাজ গঠনের শপথ
- চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেফতার ৫
- ভোলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ
- ‘মানুষের কাছে পরিষ্কার করতে হবে আমরা কীভাবে আগামীর বাংলাদেশ গড়বো’
- আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
- অবিশ্বাস্য লড়াইয়ে শেষ হাসি হেসে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
- নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে ৫ শতাধিক বাড়িঘর
- 'আগামী নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়বে'
- বগি রেখেই ছেড়ে গেল কক্সবাজার এক্সপ্রেস, তারপর...
- সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে : হেলাল
- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ
- জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা
- ‘আমরা কোনো ভারতের দালালকে বাংলাদেশের মাটিতে স্থান দিবো না’
- দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ
সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা ছয় বছর
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : মোস্তফা জামাল
১০ ঘণ্টা আগে | রাজনীতি