বগুড়ায় অভিযান চালিয়ে মাদক ও দেশি অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল ভোরে শহরের সেউজগাড়ী পালপাড়া ও চকসুত্রাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৫ বোতল ফেনসিডিল, ১২টি দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলেন- বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার ফেরদৌস (৪৫), শাওন শেখ (২৭), সেউজগাড়ী পালপাড়া এলাকার আলম আকন্দ (৪৫), তার স্ত্রী তাসলিমা বেগম (৩৭) ও মেয়ে আইরিন আক্তার সোনালী। আলম ও তার স্ত্রী তাসলিমা আক্তারের বিরুদ্ধে ১০-১২টি মাদক মামলা রয়েছে। তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।