ধান-চালের অবৈধ মজুত, বস্তার গায়ে মিলগেট দর, ধানের জাত, মিলের নাম না লেখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নওগাঁর বিভিন্ন চালকল এবং অটোরাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা খাদ্যবিভাগ। অভিযানে ছয়টি চালকল এবং অটোরাইস মিলকে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এবং মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ও সরস্বতীপুর এলাকায় অবস্থিত চালকল এবং অটোরাইস মিলগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধ মজুত দ্রুত ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য, খাদ্যবিভাগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।