জেলার বিরামপুরে বিদ্যুতের লাইন দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাদ্দেক হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার বিনাইল ইউনিয়নের করঞ্জী গ্রামে এ ঘটনা ঘটে। মোসাদ্দেক (৪৮) একই গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি প্রতিবেশী এক বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।