ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে ‘মোড়ল এক্সপ্রেস’ পরিবহনের ধাক্কায় মাহিন্দ্রার ৫ যাত্রী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান। গ্রেপ্তার রবিউল মিয়া ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ৪ জুন ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোড়ল পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রের পাঁচ যাত্রী নিহত হন। ঘটনার পর বাসচালক গা ঢাকা দেন। পরে শনিবার রাতে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।