যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় জামিল আহম্মেদ নামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামিল আহম্মেদ (৪২) ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে। ওসি ইব্রাহিম আহমেদ জানান, অনলাইনে তার পাসপোর্ট স্টপ লিস্ট থাকায় তাকে আটক করা হয়।