ফরিদগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত দাসের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গণেশ লোধ। তিনি জানান, শনিবার রাতে ফরিদগঞ্জ সমবায় কার্যালয়ের রাস্তার পাশে বিশ্বজিতের স্বর্ণের দোকান শ্রী গুরু জুয়েলার্সে ডাকাতি হয়। স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়। ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি।