বগুড়ার শাজাহানপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কাজী হায়াৎ (২৮) এবং সিয়াম আহম্মেদ (২৩)। জানা যায়, শাজাহানপুরের মাঝিড়ায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর কাছ থেকে তিনটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে ওই যুবকরা। এ বিষয়ে ভুক্তভোগীরা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন।