চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে ভুট্টা খেত থেকে আলমগীর (৩৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা গতকাল সকালে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। আলমগীর কুতুবপুর পশ্চিমপাড়ার শামসুল মণ্ডলের ছেলে। গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরিবারের ধারণা তীব্র গরমে স্ট্রোক করে তিনি মারা গেছেন। তিনি বলেন, সিআইডি পুলিশকে জানানো হয়েছে। তারা আলামত সংগ্রহের পর লাশের ময়নাতদন্ত করা হবে। একই সঙ্গে প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। আলমগীরের স্ত্রী জোস্না খাতুন জানান, রবিবার দুপুরে মাঠ থেকে জ্বালানি কাঠ আনার কথা বলে তার স্বামী বাড়ি থেকে বের হন।
রাতেও না ফিরলে মোবাইল কল দিয়ে বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। গতকাল সকালে লোকজন মাঠে আলমগীরের লাশ পড়ে থাকতে দেখেন।