পাবনায় এক চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গা ও পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের খবর-
পাবনা : সদর উপজেলার কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বিজয়রামপুর গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাবুল বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। সদর থানার ওসি আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন। কারা কী কারণে তাকে হত্যা করেছে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। বাবুল শেখ একটি চরমপন্থি দলের অঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলায় একটি মামলা রয়েছে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে কুপিয়ে জখম করার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় রায়হান শেখ (২৪) নামে আরও এক যুবক মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল তার মৃত্যু হয়। এর আগে ঘটনার দিন শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান ইয়াছিন খালাসী (১৯)। ইয়াছিন নিহতের ঘটনায় গত রবিবার তার বাবা জাহাঙ্গীর খালাসী বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন। ওসি আশরাফ হোসেন বলেন, শনিবার রাতে কুপিয়ে জখম করা দুজনের মৃত্যু হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি তরিকুল ইসলাম জানান, লাশ থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।