গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী মাস্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও দক্ষিণ সালনার বাসিন্দা ইসমাইল হোসেন, মহানগর যুবদল সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন, মো. জাহাঙ্গীর, কবির হোসেন, শফিকুল ইসলাম, মহিউদ্দিন, শাহিন ভূইয়া, পলাশ ও রেজাউল করিম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ১০ জন থানা হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে শাহিন অভিযোগকারীর এনজিও প্রতিষ্ঠানে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাদের মধ্যে লেনদেন ছিল জানতে পেরেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।