রাজবাড়ীতে জমি দখল, হত্যার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের কাজী আরাফাত হোসেন জিসান প্রকাশ্যে কয়েকজনকে হত্যার হুমকি দিয়েছেন। কয়েক দিন আগে নিজের পুকুরে নিজেই বিষ দিয়ে অনেকের নামে মামলা করেন তিনি। তাকে আইনের আওতায় আনার দাবি সবার।