মোটরসাইকেলের ব্যবসা দিয়ে স্বাচ্ছন্দ্যেই চলছিল কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাগর হোসেনের জীবনযাপন। কিন্তু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন এ যুবক। ব্যবসা হারানোর পাশাপাশি বিক্রি করেছেন বসতভিটাও। সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ভবিষ্যতে জুয়া না খেলার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গোলাবাড়ি বাজারে দুধ দিয়ে গোসল করেন সাগর। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাগরের মাথায় দুধ ঢালছেন কয়েকজন। এ সময় তিনি বলেন, আমার শখের বাড়ি-গাড়িসহ সব চলে গেছে। আর জুয়া খেলব না। আমাকে দেখে শিক্ষা হোক, আর কেউ যেন জুয়া না খেলে। সাগর বলেন, ব্যবসা দিয়ে ভালো চলছিল আমার। কিন্তু অনলাইন জুয়ার নেশায় পড়ে আমি নিঃস্ব। জুয়া খেলে এক বছরে ব্যবসা ও বসতবাড়িসহ সব হারিয়েছি।
এ পরিস্থিতিতে আত্মহত্যার চেষ্টাও করেছি। আমার এলাকার যারা জুয়ায় আসক্ত তারা যেন আর না খেলেন।
সাগরের স্ত্রী কনা খাতুন বলেন, অনলাইন জুয়ায় আমার স্বামী বাড়ি, গাড়ি, গহনা, আসবাবপত্র ও সম্পদসহ সব হারিয়েছেন। বাড়ির ক্রেতা মানবিক কারণে থাকতে দিয়েছেন। আর জুয়ায় আসক্ত হয়ে আর যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তার। পান্টি বাজারের কম্পিউটার দোকানদার রাসেল হোসেন বলেন, সাগরের খুব ভালো ব্যবসা ছিল। জুয়া খেলে এখন সে পথের ফকির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, দুধ দিয়ে গোসলের সঠিক কারণ জানা যায়নি। অনলাইন জুয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।