ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামের লাভলী বেগমের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বসতঘর হারিয়ে তিনি মা ও শিশু সন্তান নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন লাভলী। বিভিন্ন স্থানে থাকতে বাধ্য হচ্ছেন।
হামলা, লুটপাট ও আগুনের ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। উল্টো মামলা তুলে নিতে লাভলীকে নানাভাবে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তিনি। গতকাল সংবাদ সম্মেলন এ দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য যারা ভাঙচুর, লুটপাট ও ঘরে আগুন দিয়েছে তাদের আশ্রয় দিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। লাভলী বলেন, বাড়ি লুটপাট, ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েও আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আমি কি ন্যায় বিচার পাব না।