কুয়াকাটা সৈকতে অপরিকল্পিতভাবে ফেলা জিওব্যাগ পর্যটকের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যাগ ছিঁড়ে বেরিয়ে এসেছে বালু। অনেক জিওব্যাগের ওপর শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। কোথাও কোথাও ব্যাগ সরে হয়েছে ছোট-বড় গর্ত। পর্যটকরা জোয়ারের সময় সমুদ্রে গোসলে নেমে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ঈদের ছুটিতে অর্ধশতাধিক পর্যটক আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে। পর্যটক জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগলেও সৈকতের অবস্থা খুবই খারাপ। যেখানেসেখানে বালুভর্তি জিওব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো শ্যাওলা পাড়ে পিচ্ছল হয়ে আছে। বিভিন্ন স্থানে পুরোনো স্থাপনার অংশবিশেষ জেগে উঠেছে। দুর্ঘটনার আশঙ্কা করেছেন তিনি। অপর পর্যটক সিফাত বলেন, এসব জিওব্যাগ থেকে বালু বেরিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সৈকতের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি জোয়ারের সময় গোসলে নেমে অনেকে আহত হচ্ছেন। ইউএনও রবিউল ইসলাম বলেন, পুরোনো স্থাপনার অংশ বিশেষ এবং জিওব্যাগ অপসারণে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া হবে। শুধু জিওব্যাগ ফেলে সাগরের অব্যাহত ভাঙন রোধের এই চেষ্টা কেবলই অর্থের অপচয় দাবি পর্যটকসহ স্থানীয়দের। তারা জানান, স্থায়ীভাবে কাজ না করে জিওব্যাগ ফেলে বরং সৈকতের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনা ও ভোগান্তি বাড়ছে। এতে ভ্রমণপিপাসুরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নেবেন আশঙ্কা তাদের। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ, সাগরের প্রবল জোয়ার আর ঢেউয়ে বালু ক্ষয়ের কারণে প্রতি বছর ভাঙছে কুয়াকাটা সৈকত। বিলীন হচ্ছে এলাকার বিভিন্ন স্থাপনা। নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সৈকত রক্ষার নামে পাউবো কয়েক দফায় কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে তেমন কাজে আসেনি। উল্টো খানাখন্দের কারণে পর্যটকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শিরোনাম
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
জিওব্যাগে সৌন্দর্য দূষণ
ভোগান্তিতে পর্যটক ঘটছে দুর্ঘটনাও
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর