দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ১৩ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
নোয়াখালী : নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় গতকাল রাতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে অটোযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- জমিলা সুলতানা (২০) ও ফাতেমা আক্তার (২)। দুর্ঘটনায় অটোচালক ও এক যাত্রী আহত হয়েছেন।
সাভার (ঢাকা) : সাভারে দাঁড়িয়ে থাকে বাসে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও আহত ১০ জন হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকার আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলার হোসেন আলী (৫৫) ও শরিয়তপুরের সায়াত শেখ (৪০)। একই দিন সকালে আশুলিয়ার গেরুয়া এলাকায় ট্রাক চাপায় খলিলুর রহমান (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি আশুলিয়ার পাথালিয়ার ইউনিয়নে।
পঞ্চগড় : দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজারের চার তালার মোড় এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছে বাইসাইকেল আরোহী চাচা-ভাতিজা। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায় (১৩)।
চট্টগ্রাম : লোহাগাড়া উপজেলার ১২ আউলিয়া কলেজের সামনে বাস চাপায় নাছির মোল্লা (৬০) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বরিশাল : গৌরনদীতে বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন রশিদ মোল্লা নামে এক পথচারী। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর : বৃহস্পতিবার রাতে রাজৈরের কবিরাজপুর ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন সরোয়ার ব্যাপারী (৪০) নামে এক যুবক। নিহতের বাড়ি মাদারীপুর শহরের শকুনি (কলেজ রোড) এলাকায়।
ঝিনাইদহ : গতকাল সকালে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সাইমা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইমা সদর উপজেলার নলডাঙা ইউনিয়নের আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
বিশ্বনাথ (সিলেট) : সিলেটের বিশ্বনাথে গতকাল সকালে অটোরিকশা চাপায় আবদুল করিম শিকদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা : সদর উপজেলার কবিখালী গ্রামে শুক্রবার রাতে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেলচালক রাসেল উদ্দিন (২১)।