দিনাজপুরের ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘোড়াঘাট উপজেলার বিন্যাগাড়ি এলাকার মহিলা নদীর কদমতলী ঘাটে নতুন ব্রিজ এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। শিশু জাকিয়া আক্তার হাবিবা (১০) ঘোড়াঘাট পৌরসভার শ্যামপুর এলাকার জাকিরুল ইসলামের মেয়ে। মৃতের স্বজনরা জানান, গতকাল দুপুর ২টার দিকে জাকিয়া আক্তার হাবিবা নানা বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে।
একপর্যায়ে গভীরে গেলে পানিতে ডুবে যায়। খবর পেয়ে শিশুটির নানা তাকে খুঁজতে শুরু করেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।