সিরাজগঞ্জ শহরে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা শহরের সার্কিট হাউস এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো সোলায়মান হোসেন (৩৫) ও লিটন সেখ (৪০)। এসআই সাদ্দাম হোসাইন জানান, গ্রেপ্তাররা ওই শিক্ষার্থীর বাড়ির পাশে প্রতিনিয়ত নেশা করতেন। বুধবার স্কুলে যাওয়ার পথে কয়েকজন তাকে অপহরণ করে। শিয়ালকোল বাজারে এক নারীর ভাড়া বাড়িতে নিয়ে ধর্ষণ করে সোলায়মান।
লিটনসহ অন্যরা এতে সহায়তা করে। তিনি আরও জানান, গতকাল সকালে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার শিক্ষার্থী গতকাল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।