বসুন্ধরা স্পোর্টস সিটি। শরীরচর্চা ও মানসিক বিকাশের নতুন ঠিকানা। সকালে সবুজ টার্ফে ফুটবল প্রশিক্ষণ, তো দুপুরে ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট। আবার বিকালে দেশের পেশাদার ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ফুটবল স্টেডিয়ামে। এর পাশাপাশি ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ও টেনিস কোর্ট তো আছেই। এখানেই প্রতিষ্ঠিত হয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এসবের সঙ্গে এবার নতুন সংযোজন জিমনেসিয়াম। গতকাল সকালে বসুন্ধরা স্পোর্টস সিটিতে দেশের সর্ববৃহৎ জিমনেসিয়াম ‘গোল্ডস জিম’-এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আধুনিক ব্যবস্থাপনা, দেশের সেরা ট্রেইনার, প্রযুক্তিসমৃদ্ধ ইতালিয়ান ইকুইপমেন্ট, সুইমিং পুলসহ পূর্ণাঙ্গ একটি জিমনেসিয়ামের প্রতিষ্ঠা করেছে দেশের বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা।
দীর্ঘদিন পর সবার অক্লান্ত পরিশ্রমে জিমনেসিয়ামটির কার্যক্রম শুরু করতে পেরে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘এখানের ইকুইপমেন্টগুলো হচ্ছে রোলস রয়েস অব ইকুইপমেন্ট। আমি পৃথিবীর অনেক জিমে গিয়েছি, অন্তত দক্ষিণ এশিয়ার মধ্যে এত বড় জিম আর কোথাও নেই। এ জিমে ৫ থেকে ৬ মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক ব্যায়ামের সরঞ্জাম রয়েছে।’ জিমটি হস্তান্তরকালে তিনি বলেন, ‘আজ আমরা এ জিমকে অপারেশন টিমের কাছে হ্যান্ডওভার করছি। শুরু হয়ে গেল আপনাদের মূল দায়িত্ব। একে জিম বা স্পোর্টস যা-ই বলেন না কেন, সার্ভিস ভালো না হলে বা কমিটমেন্ট ঠিক না থাকলে গ্রাহক পাবেন না। তখন এ পরিশ্রম এবং এত কিছুর কোনো মানে থাকবে না।’ এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের জন্য জিমনেসিয়ামে অ্যাডমিশনের ক্ষেত্রে চেয়ারম্যানের পক্ষ থেকে ৬০% ছাড়ের ঘোষণা দেন। পরে তিনি গোল্ডস জিম কমপ্লেক্সের তিনটি তলা পরিদর্শন করেন।
আন্তর্জাতিক ফিটনেস সেন্টার গোল্ডস জিম পৃথিবীর সবচেয়ে বড় শরীরচর্চা কেন্দ্র হিসেবে পরিচিত। দেশে এর শাখা বসুন্ধরা আবাসিক এলাকার স্পোর্টস সিটিতে একটি এবং অন্যটি বসুন্ধরা সিটি শপিং মলে। গোল্ডস জিমের হেড অব অপারেশন অ্যান্ড মার্কেটিং আনিসুল ইসলাম ববি বলেন, এটি একটি পূর্ণাঙ্গ জিমনেসিয়াম। দেশের তো বটেই, দক্ষিণ এশিয়ায়ও এর চেয়ে বড় জিম সেন্টার নেই; যা মূলত ইতালিয়ান সব ইকুইপমেন্ট ইনস্টরের পাশাপাশি একটি টেকনো জিম। ৫০ মিটারের অলিম্পিক মানের সুইমিং পুল আছে। এ জিমে বাংলাদেশে প্রথমবারের মতো হিমালয়ান সল্ট থেরাপির ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকবেন আন্তর্জাতিক ট্রেইনার ও প্লেয়াররা। আছে আইস বাথ, ক্রাউ থেরাপি, বডি ম্যাসাজ, স্টেম, সোওনা বাথ, স্পা, ফিটনেস অ্যাসেসমেন্ট, নিউট্রিশন সেন্টারের মতো অসংখ্য সুযোগসুবিধা। এ ছাড়া আছে ওয়েট ট্রেনিং, ওমেনস অনলি ওয়াকআউট সেন্টার, অ্যারোবিকস, স্পিনিং, ইয়োগা, সুইমিংয়ের পাশাপাশি ফিজিওথেরাপি সেবা।