দেশে এলএনজি টার্মিনাল নির্মাণ ও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহে সৌদি আরবের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় তেল রিফাইনারি এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়েও কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অ্যাপস ‘ট্রু পেজেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জানা গেছে, নতুন এই অ্যাপটি ডিজিটাল ট্রান্সফর্মেশনে ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে কর্মচারীদের অবস্থান ট্র্যাক করা যাবে, কতক্ষণ অফিসে থাকছেন- নাকি বাইরে থাকছেন সব মনিটরিং করা যাবে। আবার ছুটি কিংবা বাইরে কোন অফিসিয়াল প্রোগ্রামের প্রয়োজনে অ্যাপসটি কাজে দেবে। এতে করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সৌদি আরব-ভিত্তিক কোম্পানি এসডিএম বিনামূল্যে এই সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম ও প্রযুক্তি সহায়তাকারী এসডিএম সৌদি অ্যারাবিয়ার সিইও সেলওয়া আবদুলাহ এফ আলহাজ্জজা।
এসময় জ্বালানি উপদেষ্টা বলেন, পবিত্র কিবলা হওয়ার কারণে সৌদি আরবের প্রতি আমাদের অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা অনেক ক্ষেত্রে একযোগে কাজ করছি। আরও অনেক ক্ষেত্র রয়েছে। তার এবং ওমান থেকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। এখানে সৌদি আরবের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
ফাওজুল কবির খান আরও বলেন, বাংলাদেশ দ্বিতীয় জ্বালানি তেল রিফাইনারি করতে যাচ্ছে। এটির সক্ষমতা হবে ৩০ লাখ (বছরে) টন। দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, সৌদি আরবের সাথে এটিই প্রযুক্তি সম্পর্কিত আমাদের প্রথম কাজ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম ও পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমানসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পদস্থ কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/শআ