ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার দর পতনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে ভারত ও পাকিস্তানের শেয়ারবাজার।
ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং নিফটি প্রায় অর্ধ শতাংশ দর পতনের রেকর্ড করেছে।
একই সময়ে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। বিক্রিতে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা।
শেয়ার কেনা-বেচার সময় ব্যাপক দর পতনের কারণে লেনদেন বন্ধ করতে হয়েছিল। লেনদেন কমেছে ছয় শতাংশেরও বেশি।
মুদ্রা বাজারেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল আতঙ্ক।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম এক শতাংশেরও বেশি কমে গেছে। কমেছে পাকিস্তানি রুপির দামও।
দুই দেশই একে অপরকে ড্রোন হামলার জন্য অভিযুক্ত করায় বৃহস্পতিবার উদ্বিগ্ন ছিল বিনিয়োগকারীরা। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ