চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না আম ক্যালেন্ডার। প্রকৃতিক নিয়মে যখনই আম পাকবে তখনই বাজারজাত করা হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আম ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ এবং বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারে সরবরাহ-সংক্রান্ত সভায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন আয়োজিত আম ব্যবসায়ী, চাষি উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে গতকাল মতবিনিময় সভায় হয়। জেলা প্রশাসক আবদুস সামাদ সভাপতিত্ব করেন। বিভিন্ন স্টেকহোল্ডারসহ কৃষি সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রধানদের মতামতের ভিত্তিতে গত দুই বছরের মতো এবারও আম ক্যালেন্ডার না করার কথা জানান।
জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আম সংশ্লিষ্টরা। এবার জেলায় ৩৭ হাজার ৫০৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধাণর করা হয়েছে প্রায় ৪ লাখ টন।