ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদীখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ৫ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ঘটনাস্থলে মারা যান। বাকিরা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। নিহতরা হলেন আফসানা (২০), তার বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। অ্যাম্বুলেন্সের চালকও দুর্ঘটনায় মারা গেছেন। তার নাম মাহাবুব সরদার (২৮)। একজনের নাম পাওয়া যায়নি।
অ্যাম্বুলেন্সে থাকা স্বর্ণা আক্তার নামে এক জীবিত নারী জানান, দক্ষিণবঙ্গ থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকার গ্রিনরোডের সিটি হাসপাতালে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়। এতে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্সটি। এসময় দ্রুত গতির যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা একজন নারী মারা যান। বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে নিহতদের আত্মীয় স্বর্ণা আক্তার দাবি করেন।
জেলার সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সের একজন নারী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার ঢামেকে প্রেরণ করা হয়। তাদের অবস্থা আশংকাজনক।
বিডি প্রতিদিন/এএ