সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার এবং অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে। ওই তরুণীর নাম জান্নাতুল জাহান শিফা। জানা যায়, ওই তরুণী জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি তার বাবাকে খুন করেছেন। আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর কথা বলেন। খুনের কারণ হিসেবে তিনি দাবি করেন, বাবা তাকে চার বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন তার বাবা। গত রাতে আবার ধর্ষণ করায় তিনি বাবাকে খুন করেন। পুলিশ জানায়, সাভার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া খুনের অভিযোগে জান্নাতুল জাহান শিফাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, নিহতের নাম আবদুস সাত্তার (৫৫)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। করতেন অনলাইনে কাপড়ের ব্যবসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিফা জানান, তার বাবা তাকে শারীরিক নির্যাতন করতেন। যে কারণে বুধবার রাতে খাবারের সময় তার ভাতের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে। তরুণীর মা মৃতের তৃতীয় স্ত্রী ছিলেন। তরুণীর পাঁচ বছর বয়সে তার মা মারা যান। ২০১৯ সাল থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। ২০২৩ সালে তরুণী বাবার বিরুদ্ধে নাটোর আদালতে ধর্ষণের অভিযোগে একটি মামলাও করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা। একপর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন। পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন আবদুস সাত্তার। চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন তার মেয়ে। এর পর থেকে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন তিনি।
শিরোনাম
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
- সারাদেশে তরুণদের নিয়ে সরকারের আইডিয়া প্রতিযোগিতা শুরু
- কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- বাগেরহাটে সরকারি স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
- দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ
- ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগে ক্যাডার পরিবর্তনের সুযোগ
- ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ফরাসি নাগরিক অভিযুক্ত
- মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার
- উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৩
- পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু
- নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বগুড়া প্রেসক্লাবের
নির্যাতনের গুরুতর অভিযোগ
বাবাকে হত্যা করে পুলিশে ফোন মেয়ের
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর