বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগে আজ ১৪তম রাউন্ড মাঠে গড়াচ্ছে। তিন ভেন্যুতে ছয় ক্লাবের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারিনায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান অ্যাওয়ে ম্যাচ খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। বসুন্ধরা কিংসের পাশাপাশি কিংস অ্যারিনায় এবার ফর্টিসেরও হোম ভেন্যু। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. স্টেডিয়ামে বসুন্ধরা কিংসও অ্যাওয়ে ম্যাচে লড়বে। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ইয়ংমেন্স ফকিরেরপুল ও চট্টগ্রাম আবাহনী খেলবে। সব ম্যাচই শুরু হবে বিকাল ৪টায়। তিন ম্যাচের মধ্যে ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে কিংস অ্যারিনার দিকেই। এখানে মোহামেডান বলেই যত কথা। মৌসুমে প্রথম দুই ট্রফি চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ হাতছাড়া হয়ে গেলেও লিগে শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে শীর্ষে অবস্থান করছে দলটি।
ফুটবলে মোহামেডান অসংখ্য ট্রফি জিতলেও পেশাদার লিগে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি; যা বড় লজ্জার। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হবে সাদা-কালোরা। ১৩ ম্যাচে তারা ১ ড্র ও ১ হারে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। তিন ম্যাচ জিতলেই মোহামেডানের পয়েন্ট দাঁড়াবে সর্বোচ্চ ৪৩-এ। এরপর বাকি দুই ম্যাচ হার এবং ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস বাকি পাঁচ ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না। শিরোপা থাকবে মোহামেডানের ঘরে। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মোহামেডান তিন ম্যাচ জিতলেও তখন ধানমন্ডিপাড়ার দলটির পয়েন্ট হবে ৪২। অন্যদিক ২৪ পয়েন্টে তৃতীয় স্থানে থাকা কিংসেরও সব ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৩৯-এ। এমন সুবিধাজনক অবস্থানে থাকার পরও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ সতর্ক। তিন বলেন, ‘পাঁচ দলই শক্তিশালী। আমার কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। তবে আমাদের যে টিম স্পিরিট তাতে আশা রাখি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’ ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৭-এ। তার পরও তাদের গুরুত্ব দিতে হচ্ছে। কুমিল্লায় প্রথম লেগে ঘাম ঝরানো জয় পেয়েছে। সেই প্রতিপক্ষকে সমান ভেবেই লড়তে হবে। আজ জিতলে মোহামেডান শিরোপার আরও কাছে চলে যাবে। পরবর্তী ম্যাচ চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স ও ফকিরেরপুলের বিপক্ষে। শক্তির বিচারে এখানে অনায়াসে অন্তত দুটি ম্যাচ জেতার কথা। এবার লিগ ঘিরে বিতর্ক কাটছেই না। ফিফার নিয়ম অনুযায়ী অতিথি দলকে হোম দলের প্র্যাকটিসে অনুমতি দেওয়ার কথা। কিংসের বিপক্ষে কিংস অ্যারিনায় মোহামেডান অনুশীলনের সুযোগ পেয়েছিল। অভিযোগ উঠেছে, ফর্টিস গতকাল তাদের হোম গ্রাউন্ডে মোহামেডানকে অনুশীলন করতে দেয়নি। ফিফার নিয়ম ফর্টিস কেন ভাঙল সেটাই রহস্য।