ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথমবার ধানের জমিতে ব্যবহার করা হয়েছে ন্যানো ইউরিয়া (তরল ইউরিয়া) সার। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ন্যানো ইউরিয়া হলো আধুনিক প্রযুক্তিতে তৈরি এক ধরনের তরল সার। এ ইউরিয়ার কণা ন্যানো আকারে (খুবই ক্ষুদ্র) তৈরি। এটি সাধারণ দানাদার ইউরিয়ার তুলনায় অনেক বেশি কার্যকর। এক লিটার ন্যানো ইউরিয়া প্রায় ৪৫ কেজি দানাদার ইউরিয়ার সমতুল্য কাজ করতে পারে। ফলে কৃষকের সার বাবদ খরচ অনেক কমে। নবীনগর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ব্রি ধান-৯২ ধানের জমিতে প্রথমবার ন্যানো ইউরিয়া স্প্রে করা হয়েছে। শতকপ্রতি এক লিটার পানিতে ৪ মিলি ন্যানো ইউরিয়া স্প্রে করে আশাতীত ফল পাওয়া গেছে। চারা রোপণের পর থেকে ধানের বৃদ্ধি পর্যায়ে তিন বার ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর এই সার প্রয়োগ করা হয়। উপজেলার ইব্রাহিমপুর মধ্য গ্রামের কৃষক ফরিদা বেগম জানান, কৃষি বিভাগের পরামর্শে জমি তৈরির সময় অন্যান্য সারের সঙ্গে অল্প পরিমাণ দানাদার ইউরিয়া ব্যবহার করি। নবীনগর উপ-সহকারী কৃষি অফিসার গিয়াস উদ্দিন নাঈম বলেন, পাতায় স্প্রে করায় এ ইউরিয়ার কার্যকারিতা ভালো ছিল।
নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, ন্যানো ইউরিয়ার নাইট্রোজেন গাছ মূলত অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম এবং নাইট্রেট ফর্মে সরাসরি গ্রহণ করে না, যেমনটা মাটির ইউরিয়ার ক্ষেত্রে হয়।